তানজীর হোসেন পলাশ
পৃথিবীর বৃন্তে চলতে চলতে
যদি একদিন সামনে এসে দাঁড়াও,
চোখ দুটো সামনের অবয়বকে দেখবে তো?
নাকি মাটিতেই আটকে যাবে?
তোমার নতুন সকালে আমায় ভেবে
যদি কখনও বৃষ্টির ফোঁটা পড়ে,
পারবে তো নিজেকে সামলাতে?
নাকি অকপটে ভুলগুলো খুঁজে পাবে মনের আঙিনায়?
তোমার নব দিগন্তের উদ্দামতা
যদি নিমিষেই ভষ্ম হয়ে যায়,
ভেবো না ফিরে যাবে সৃষ্টির কাছে
কেননা সৃষ্টি রূপ বদলায়। * * *
Excellent